রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা ও উপহার

রাখি বন্ধন উৎসব কি এবং কবে পালিত হয়?
 
উৎসবের মূল মন্ত্রই হল মিলন এবং ঐক্যের সুর। রাখি বন্ধন হল সেই রকমই একটি পারিবারিক মিলনের উৎসব।  শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে রাখি বন্ধন উৎসব পালিত হয়। বোন কিংবা দিদি এই দিনে তার ভাই বা দাদার হাতে রাখির সুতো বেঁধে দেয়। রাখি কথাটি মূলত এসেছে ‘রক্ষা’ থেকে। সেইজন্য হিন্দি ভাষায় একে রক্ষাবন্ধন ও বলা হয়। এই রাখি বন্ধনের মধ্যে থাকে ভাই এর জন্য বোনের অগাধ ভালোবাসা ও আন্তরিক শুভকামনা, উল্টো দিকে ভাই এর মনে থাকে বোনকে কে রক্ষা করার দায়ীত্ব ও কর্তব্য বোধ। এই বন্ধন এক এমন শক্তির প্রতিরূপ যা সকল বাধা বিঘ্নতা দূর করে ভাই ও বোন কে জীবনে এগিয়ে চলার সাহস যোগায় এবং জীবন যুদ্ধে জয় লাভ করতে সাহায্য করে।


ভাই ও বোন কে পাঠান কয়েকটি স্পেশাল রাখি বন্ধন শুভেচ্ছা:
 
রাখি বন্ধন উৎসবটিকে আরও জমজমাট করে তোলার জন্য রইল এই উৎসব  উপলক্ষ্যে কয়েকটি স্পেশাল রাখি বন্ধন শুভেচ্ছা বার্তা। যেগুলো আপনি এই বিশেষ দিনে আপনার ভাই ও বোনেদের সাথে শেয়ার করতে পারেন।
 
১। এই বিশ্বের সবচেয়ে সেরা ভাইয়ের জন্য রাখির অনেক শুভেচ্ছা।
 
২। রাখি বন্ধনের এই শুভ মুহূর্তে আমি আমার প্রিয় বোনকে প্রতিশ্রুতি দিতে চাই যে জীবনের সকল খারাপ পরিস্থিতিতে আমি তার পাশে দাঁড়াব, কখনই তোকে একা ছেড়ে দেবো না। হ্যাপি রাখি।
 
৩। রাখি বন্ধনের এই বিশেষ দিনে আমার সমস্ত ভালোবাসা আর স্নেহ তোর জন্য, শুভ রাখি।
 
৪। কাছে দুরে যেখানেই থাকি দাদা আমার এই রাখি তোকে রক্ষা করবে, সব বিপদ কাটাবে ও আমার কথা মনে করাবে, শুভ রাখি দাদা ভালো থাকিস।
 
৫। ঈশ্বরকে আমি আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমাকে একটা এত যত্নবান বোন্ উপহার দিয়েছেন। তিনি যেন সবসময় আমার বোনকে সুখী রাখেন। শুভ রাখি বন্ধন বোন। 
 
রাখি স্পেশাল কিছু উপহার:
 
১। ভাই-বোন দু'জনেই সেইদিন ছুটি প্ল্যান করে সপরিবারে পছন্দের কোনো জায়গা কিংবা কাছে পিঠে কোথাও ঘুরে আসতে পারেন। তাতে রাখির দিনটা কিন্তু কোনভাবেই মন্দ কাটবে না।
 
২। ভাই-বোন দুজনে মিলে পছন্দের কোনো সিনেমা দেখতে পারেন।
 
৩। ঘড়ি, চকলেট, বই, পার্সোনালাইজড টি-শার্ট, ব্যাগ… ইত্যাদি এ ধরনের উপহার ও দিতে পারেন।
 
রাখি বন্ধন স্পেশাল কয়েকটি হিন্দি গান:
 
১। বেহেনা নে ভাই কে কালাই পে
সিনেমা - Resham Ki Dor
 
২। ফুলো কা তারো কা সব কা কেহেনা হে
সিনেমা - Hare Rama Hare Krishna
 
৩। ভাইয়া মেরে রাখি কে বন্ধন
সিনেমা -  Chhoti Behan
 
৪। মেরে ভাইয়া মেরে চন্দা
সিনেমা - Kajal
 
৫। রঙ্গ বিরঙ্গা রাখি
সিনেমা - Anpadh

লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন