বন্ধু দিবসের শুভেচ্ছা বার্তা
বন্ধুত্বের জন্য আলাদা কোনো নির্দিষ্ট দিন হয় না বছরের প্রত্যেকটি দিনই বন্ধুত্বের দিনে ভরা। একথা ঠিকই তবুও আমরা বছরে একটা দিন বন্ধুত্ব দিবসের জন্য বেছে নিয়ে থাকি। তাই তো প্রতি বছর আগস্ট মাসে সারা দুনিয়া জুড়ে পালিত হয় বন্ধুত্ব দিবস। “বন্ধু” এই শব্দটির মাঝে মিশে রয়েছে নির্ভরতা আর বিশ্বাস। বন্ধুত্ব মানেই নিজের সবটুকু দিয়ে আগলে রাখা, দুঃখ - হাসি - কান্না ভাগ করে নেওয়া, হৃদয়ের ভালোবাসা দিয়ে মন খুলে সব জমানো কথা বলা।
এই বন্ধু দিবসে আপনিও জানান আপনার প্রিয় বন্ধুদের বন্ধু দিবসের শুভেচ্ছা। রইল কয়েকটি সেরা বন্ধুত্বকে নিয়ে বানী, শুভেচ্ছা ও বাংলা - হিন্দি নানা গানের সম্ভার।
কয়েকটি সেরা বন্ধুত্বের বাণী
বন্ধুত্ব নিয়ে মহান ব্যাক্তিত্ব দের লেখা কয়েকটি সেরা উক্তি, যা আপনার বন্ধুত্বকে আরও মজবুত করবে।
১। “ যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না”
- মাদার তেরেসা
২। “কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না”
- সিসেরো
৩। “অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ঢের ভালো”
- হেলেন কেলার
৪। “দু'টি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব”
- এরিস্টটল
৫। “আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না”
- উইলিয়াম শেক্সপিয়র
কয়েকটি জনপ্রিয় বাংলা বন্ধুত্বের গান
বন্ধু দিবসে আপনাদের জন্য রইল বন্ধুত্ব নিয়ে বাংলা ভাষায় গাওয়া কয়েকটি জনপ্রিয় গান। এগুলো চাইলে আপনি আপনার বন্ধু কে পাঠাতে পারেন।
১। “বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না”
গানটি গেয়েছেন - রুনা লায়লা
২। “শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা তোমার দেয়া আঘাত, আমায় দেয় যে মধুর বেদনা, তুমি আমার সাধনা”
গানটি গেয়েছেন - আব্দুল জব্বার
৩। “ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছুই আর জমে না এখন”
গানটি গেয়েছেন - পার্থ বড়ুয়া
৪। “বন্ধু - পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক”
গানটি গেয়েছেন - তপু
৫। “তুমি আমার পাশে বন্ধু হে”
গানটি গেয়েছেন - কনক ও কার্তিক
সেরার সেরা কয়েকটি হিন্দি বন্ধুত্বের গান
১। “অতরঙ্গি ইয়ারি”
সিনেমা - ওয়াজির
২। “ইয়ারিয়া”
সিনেমা - এ বি সি ডি
৩। “জানে কিউ”
সিনেমা - দোস্তানা
৪। “নাঙ্গা পুঙ্গা দোস্ত”
সিনেমা - পি কে
৫। “দিল চাহতা হে হাম না রহে কভি ইয়ারো কে বিন”
সিনেমা - দিল চাহতা হে
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।

Comments
Post a Comment