Posts

Showing posts from March, 2019

ত্বকের পরিচর্য়ায় অ্যালো ভেরা জেল

Image
একাধিক ভিটামিন, এনজাইম, মিনারেল সহ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফলিক অ্যাসিডে ঠাসা এই প্রাকৃতিক উপাদনটিকে ত্বকের পরিচর্যায় কাজে লাগালে একাধিক উপকার পাওয়া যায়। বিশেষত, অল্প সময়েই ত্বকের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি আরও একাধিক উপকার মেলে। তাই Benefits of Aloe Vera নিয়ে আলোচনা করতে গেলে এই প্রাকৃতিক উপাদানটির আরও কিছু উপকারিতার উপর আলোকপাত না করলেই নয়। যেমন ধরো... অসময়ে ত্বক বুড়িয়ে যাওয়ার আশঙ্কা কমে: বিশেষজ্ঞদের মতে পরিবেশ দূষণ এবং ঠিক ঠিক পরিমাণে পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে আজকের ডেটে বেশিরভাগ মহিলারই ত্বকের বারোটা বেজে যেতে সময় লাগে না। বিশেষত, অসময়েই ত্বক বুড়িয়ে যাওয়ার আশঙ্কা যায় বেড়ে। এমন ঘটনা আপনার সঙ্গেও ঘটুক, এমনটা যদি না চাও, তাহলে ত্বকের পরিচর্যায় অ্যালো ভেরা জেলকে কাজে লাগাতে ভুলো না যেন! এক্ষেত্রে ১ চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে হাফ চামচ অলিভ অয়েল এবং ১ চামচ ওটসমিল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রণ সারা মুখে লাগিয়ে কম করে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে মুখ। সপ্তাহে কয়েকবার এইভাবে ত্বকের পরিচর্যা করলে একদিকে যে...